মৃত ব্যক্তিকে বহন ও দাফন


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

অনেক দিন ধরে নিয়মিত জানাযা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়ম-কানুনগুলো ধারাবাহিকভাবে জাগো নিউজে তুলে ধরা হচ্ছে। এ বিষয়গুলো মানুষ সাধারণত চর্চা করে না। বিধায় অনেক ছাওয়াব ও ফজিলতের বিষয় স্মরণ না থাকার কারণে সকলকেই ফজিলত ও ছাওয়াব থেকে বঞ্চিত হতে হয়। তাই জানাযা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো তুরে ধরা হচ্ছে। মানুষের মৃত্যুর পর মরদেহ বহন এবং দাফনের বিষয়টি তুলে ধরা হলো-

মৃত ব্যক্তিকে বহন-
মৃত ব্যক্তিকে চার জনে বহন করা সুন্নাত। নিকটাত্মীয়রাই মৃত ব্যক্তিকে বহন করবে। মরদেহ দাফনের জন্য পায়ে হেঁটে রওয়ানা হলে অতিরিক্ত লোকজন সামনে-পিছনে হাটবে। আর যারা আরোহী তারা সবার পিছনে পিছনে চলবে। যদি গোসরস্থান দূরে হয় বা মৃত ব্যক্তিকে বহনে কষ্ট হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে কোনো বাহনে করে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই।

দাফন-
দাফনের সময় একটি বিষয় মনে রাখতে হবে, মৃত ব্যক্তি নারী হোক পুরুষ হোক কিংবা ছোট বা বড় হোক মুসলমানদের অবশ্যই কবরস্থানে দাফন করতে হবে। কোনো মৃত ব্যক্তিকে মসজিদ কিংবা অমুসলিমদের দাফনের স্থানে কবরস্থ করা বৈধ নয়।

সুতরাং মৃত ব্যক্তিকে নিকটাত্মীয়রা বহন করে পায়ে হেঁটে কবরস্থানে নিয়ে যাওয়াসহ সুন্দভাবে কবরস্থানে দাফন করা সুন্নাত এবং করণীয় কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উক্ত বিষয়গুলোর প্রতি যথাযথ দৃষ্টি দেয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।