শুক্রবার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কর্তৃক আয়োজিত ১৬তম ক্বিরাত সম্মেলন-২০১৬ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হবে। বিকেল ৩টা থেকে এ সম্মেলন শুরু হবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শায়খুল কুর্রা ক্বারী আবু ইউসুফের সভাপতিত্বে এই ক্বিরাত সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী।

ক্বিরাত মাহফিলে ক্বিরাত পরিবেশন করবেন- বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী ডা. আহমদ আহমদ নাঈনা, মিসর, শায়খ মুহাম্মদ মুহাম্মদ আল মুজিরী, মিসর, ড. হাজ্জাজ রমাদ্বন আল-হিন্দওয়ী, মিসর, শায়খ রিয়াদ আল জাযায়েরী, আলজেরিয়া, শায়খ ডা. কোচার ওমর আলী, ইরাক ও হামিদ রেজা আহমাদি ওয়াফা, ইরান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পিএইচপি গ্রুপেরর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ ক্বিরাত সম্মেলনে আন্তর্জাতিক ক্বারীদের পাশাপাশি অনুষ্ঠানের সহ-সভাপতি ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফসহ দেশবরেণ্য ক্বারীগণ উপস্থিত থেকে ক্বিরাত পরিবেশন করবেন

বিশেষ করে নারী শ্রোতাদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে।

ক্বিরাত মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার আহ্বান জানানো যাচ্ছে।

এমএমএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।