মৃত ব্যক্তির কাফনে করণীয়


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মানুষের মৃত্যুর পর তার গোসল, কাফন এবং দাফন দ্রুত সম্পন্ন করা আবশ্যক। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকেই উক্ত কাজের ব্যয় বহন করা। মৃত ব্যক্তির কাফনে করণীয় এবং তা কেমন হবে তা তুলে ধরা হলো-

ক. মৃতকে কফন পরানো ফরজে কিফায়া

খ. গোসল দেয়ার পর শরীর শুকালে কাফন পরাতে হয়।

গ. জীবিতাবস্থায় যার উপর ভরণ-পোষণের দায়িত্ব ছিল, তারাই কাফনের কাপড় কিনবে। কেউ না থাকলে সামষ্টিকভাবে উপস্থিত মুসলমানরা তা ব্যবস্থা করবে।

ঘ. মৃত ব্যিক্তি জীবিতাবস্থায় যে মানের কাপড় পরিধান করেছে, ঐ মানের কাপড় দিয়ে কাফন দেয়া। তবে পুরুষদের রেশমী ও জাফরানী রঙের কাফন দেয়া যাবে না। নারীদের জন্য তা বৈধ।

ঙ. বেশি মূল্যবান কাপড় দ্বারা কাফন দেয়া মাকরূহ। আবার একেবারে নিকৃষ্ট মানের কাপড় দেয়াও ঠিক নয়।

চ. নতুন হোক আর পুরাতন হোক, কাপড় সাদা হওয়া উত্তম।

ছ. পুরুষের জন্য তিন কাপড়- ১. সেলাইবিহীন জামা (গলা থেকে পা পর্যন্ত), খ. তহবন্দ ও গ. চাদর।

জ. মহিলার জন্য পাঁচ কাপড়- ১. জামা, ২. ইজার, ৩. মাথাবন্ধ, ৪. সিনাবন্ধ ও ৫. চাদর।

ঝ. উপরে বর্ণিত কাপড় সংগ্রহ করতে না পারলে পুরুষ ও মহিলার জন্য ইজার ও চাদরের সঙ্গে মহিলার জন্য শুধুমাত্র মাথাবন্ধ হলে চলবে। তাও সংগ্রহ করতে না পারলে যা পাওয়া যাবে তা দিয়ে কাফন দিতে হবে। তারপরও শরীরের কোনো অংশ খোলা থাকলে প্রয়োজনে পাতা দিয়ে হলেও ঢেকে দেয়া।

ঞ. মৃত সন্তান ভূমিষ্ট হলে তাকে পবিত্র কাপড় জড়িয়ে দাফন করতে হবে।
আল্লাহ তাআলা উপরোক্ত বিষয়গুলো মেনে কাফন দেয়ার ব্যবস্থা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।