নেকি ও পাপের শ্রেণি বিভাগ


প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

পরকালে নেক ও বদ কাজের হিসাব নিকাশ হবে খুবই কঠিনভাবে। কিন্তু এ নেক ও পাপের রয়েছে শ্রেণি বিভেদ, যার ধাপগুলো মানুষ সাধারণত জানে না। যার সংক্ষিপ্ত শ্রেণি বিন্যাস তুলে ধরা হলো-

নেকি দু’ধরনের-

১. ঈমান ও সৎ কাজের নেকি- আর তা হচ্ছে আল্লাহ তা’আলা ও তাঁর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা।

২. আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহ- এমন নেকি যা আল্লাহ তা’আলা দান করেছেন। যেমন- সম্পদ, সুস্থতা, সাহায্য, ইজ্জত-সম্মান ইত্যাদি।

পাপ দু’ধরনের-

১. শিরক ও নাফরমানি- এগুলো এমন পাপ যা মানুষের দ্বারাই ঘটে থাকে।

২. আল্লাহর পক্ষ থেকে বালা-মুসিবত- এমন পাপ যা কোনো কোনো কারণে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর আজাব স্বরূপ অর্পিত হয়। যেমন- শারীরিক অসুস্থতা, সম্পদের ধ্বংস এবং পরাজয় ইত্যাদি।

পরিশেষে...

যারা আল্লাহর আনুগত্যের মাধ্যমে নেক কাজ করে তাদের উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং যারা আল্লাহর নাফরমানির মাধ্যমে পাপ করে ফেলে তাদের সঠিক আসতে হলে তাওবা আবশ্যক। সুতরাং নেককাজ ও পাপকাজ উভয় অবস্থায়ই আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হওয়া প্রত্যেক মানুষের একান্ত কাম্য। আল্লাহ তাআলা পাপ কাজ বর্জন করে নেক কাজ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।