মানুষের মৃত্যুকালীন অবস্থার উপমা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

জীবন আছে যার মৃত্যু তার সুনিশ্চিত। দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক বস্তু হচ্ছে মানুষের মৃত্যু। শুধু বিয়োগ ব্যথাই নয়, শারীরিক ব্যথাও বটে। এ মৃত্যুর ভয়াবহতা থেকে মুক্তি লাভ করতে হলে কুরআন-হাদিসের আমলের বিকল্প নেই। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহতা তুলে ধরছেন আল্লামা আবুল লাইস সমরকন্দী রহমাতুল্লাহি আলাইহি-
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। হজরত কা’ব বললেন, ‘মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। যা মানুষের পেটে ঢোকানোর পর যখন তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ তা জোরে টেনে বের করে। এই কাঁটার কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপ মৃত্যুপথযাত্রীর কাছেও মনে হয়  তার শরীরের গোশতগুলো যেন একটি  কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যুযন্ত্রণা হাড়ে হাড়ে উপলব্ধি করে।

আল্লাহ তাআলা মানুষকে উত্তম আমল করার তাওফিক দান করুন। সকল প্রকার পাপাচার থেকে হিফাজত করে ঈমানে সহিত মৃত্যু নসিব করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।