দাওয়াতে খাবার গ্রহণ শেষে দোয়া
খাবার গ্রহণের আগে ও পরের অনেক দোয়াই ইতিপূর্বে তুলে ধরা হয়েছে। এবার যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করবে বা কোনো ব্যক্তি কাউকে কিছু খাওয়ান বা পান করান। খাবার গ্রহণ বা পাণীয় পানের শেষে ঐ ব্যক্তি বা মেযবানের জন্য দোয়া করা মুস্তাহাব। দোয়াটি তুলে ধরা হলো-
খাবার দানকারী বা মেযবানের জন্য খাওয়ার শেষে দোয়া করার প্রচলন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এসেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
উচ্চারণ : আল্লাহুম্মা আত্বইম মান আত্বাআমানি, ওয়াসক্বি মান সাক্বানি
অর্থ : হে আল্লাহ! তাকে তুমি খেতে দাও, যে আমাকে খাবার দিয়েছে। তাকে তুমি পান করাও, যে আমাকে পান করিয়েছে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটিকে গনিমত মনে করতেন।
সুতরাং আমরা কারো আহ্বানে খাবার গ্রহণের পর বা কেউ আমাদেরকে খাবার দিলে খাবার গ্রহণ শেষে খাবার প্রদানকারীর জন্য এ দোয়াটি পড়ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত দোয়াটির উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/আরআইপি