এবার জনপ্রতি ফিতরা ৬৫ টাকা


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৪ জুলাই ২০১৪

চলতি বছর রোমজান মাসের সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গম বা আটার ১ কেজি ৬৫০ গ্রাম অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিব মানুষদের মাঝে বিতরন করতে হয়।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে ফিতরা দিতে হয়। ঈদ উল ফিতরের নামাজের আগেই ফিতরা দিতে হয়।

গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬৬ টাকা। আর তার আগের বছর ছিল ৫৫ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।