পাঁচটি বিশেষ অনুগ্রহ লাভ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা পাঁচটি বিশেষ জিনিস দান করেছেন। যা পূর্বের কোনো নবি-রাসুলকে দেয়া হয়নি। হাদিসে এসেছে-

Hadith

হজরত যাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছন, আমি পাঁচটি জিনিস প্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে অন্য কেউ পায়নি।

ক. এক মাসের পথ দূরে থাকতেই দুশমন আমার ভয়ে ভীত-সন্ত্রস্ত হবে। এমন শক্তি ক্ষমতা দিয়ে আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি।
খ. পৃথিবীকে আমার জন্য মসজিদ ও পাক-পবিত্র করা হয়েছে। তাই আমার উম্মতের যে কোনো ব্যক্তি, যে স্থানে নামাজের সময় হবে, সেখানেই নামাজ আদায় করতে পারবে।
গ. গণীমতের মাল (যুদ্ধলব্ধ) আমার জন্য হালাল করা হয়েছে। যা আমার পূর্বে অন্য কারো জন্য হালাল ছিল না।
ঘ. আমাকে সুপারিশের ক্ষমতা দেয়া হয়েছে।
ঙ. পূর্ববর্তী নবি-রাসুলগণ গোষ্ঠী কেন্দ্রিক ছিলেন। আর আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানুষের প্রতি। (বুখারি ও মুসলিম)

সুতরাং আল্লাহ তাআলা সমগ্র উম্মাহকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঁচটি বিশেষ অনুগ্রহের বরকত দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।