ঝড়-বৃষ্টিতে কল্যাণের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৫ মে ২০২১

তিন শব্দের ছোট্ট একটি দোয়া। অথচ এর মাঝে রয়েছে কল্যাণের আবেদন। ঝড়-বৃষ্টিতে কল্যাণ পেতে এ দোয়া পড়তেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেননা প্রবল ঝড়-বৃষ্টিতে অনেক সময় মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে কারণে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবল ঝড়-বৃষ্টিতেও উপকার পেতে ছোট্ট এ দোয়াটি পড়তেন-

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

উচ্চারণ : আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআ।' (বুখারি)

অর্থ : হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।'

সুতরাং যখনই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়; তখন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৩ শব্দের ছোট্ট এ দোয়ার মাধ্যমে ক্ষতির পরিবর্তে উপকার পাওয়ার চেষ্টা করা জরুরি। কেননা প্রবল বৃষ্টিতে যেন মানুষের ক্ষতি না সে জন্য প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবল বষ্টি হতে দেখলে ৩ শব্দের ছোট্ট একটি দোয়া পড়তেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার বরকত ও কল্যাণে ঝড়-বৃষ্টির ক্ষতি থেকে হেফাজত করুন। সবাইকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।