মুসলিমদের মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান সৌদির
সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশজুড়ে সব মুসলমানকে আহ্বান জানিয়েছেন। খবর আরব নিউজ।
আদালত আরও জানিয়েছেন, যদি ২৯ রমজান ১৪৪২ হিজরি মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে রমজান মাস শেষ হবে এবং দেশটির চাঁদ দেখা কমিটি ঈদুল ফিতরের ঘোষণা দেবে।
সুতরাং মঙ্গলবার সন্ধ্যায় যে কেউ খালি চোখে কিংবা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখলে নিকটস্থ তথ্য কেন্দ্রে চাঁদ দেখার পক্ষে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, রমজান, ঈদ, হজ ও কোরবানিসহ অনেক ইবাদত এবং উপলক্ষ্য চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতর ঘোষণায় চাঁদ দেখার বিকল্প নেই। ২৯ তারিখ চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার (১১ মে) চাঁদ দেখা গেলে সৌদি আরবে ঈদ হবে ১২ মে বুধবার। চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৩ মে বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর।
এমএমএস/জিকেএস