রোজায় শুকরিয়া আদায় ও উত্তম রিজিক পাওয়ার দোয়া
আনুগত বান্দারাই বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। তারাই আল্লাহর কাছে বিশেষ রিজিক পায়। তাই রোজাদারের জন্য শুকরিয়া জানানোর এবং উত্তম রিজিক পাওয়ার বিশেষ ৩ দোয়া তুলে ধরা হলো-
اللّهُمَّ قَوِّنِيْ عَلَى اِقَامَةِ اَمْرِكَ، وَاَذِقِّنِيْ حَلَاوَةِ ذِكْرِكَ، وَاَوْزِعْنِيْ لِأَدَاءِ شُكْرِكَ بِكَرَمِكَ، وَاحْفَظْنِىْ بِحِفْظِكَ وَ سَتْرِكَ يَا اَبْصَرَ النَّاظِرِيْنَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ক্বাউয়্যিনি ফিহি আলা ইক্বামাতি আমরিকা; ওয়া আজক্বিনি ফিহি হালাওয়াতি জিকরিকা; ওয়া আওযিনি ফিহি লিআদায়ি শুকরিকা বিকারামিকা; ওয়াহফাজনি ফিহি বিহিফজিকা ওয়া সাতরিক; ইয়া আব্চারান নাজিরিন।’
অর্থ : ‘হে আল্লাহ! আজকের দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর। হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তুমি আশ্রয় দাও ও হেফাজত কর।’
- رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
উচ্চারণ : ‘রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিনা।’
অর্থ : 'হে আমাদের প্রতি পালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।'
- اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা রাব্বানা আংযিল আলাইনা মায়িদাতাম মিনস সামায়ি তাকুনু লানা ইদাল্লি আওয়ানিা ওয় আকিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারঝুক্বনা ওয়া আংতা খায়রুর রাযিক্বিনা।’
অর্থ : 'হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দিন। আপনিই শ্রেষ্ট রুজিদাতা।' (সুরা মায়েদা : আয়াত ১১৪)
সব রোজাদারের উচিত, দিনভর আল্লাহর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ে আল্লাহর তাওফিক কামনা করা। কুরআনে দোয়ায় নিজেদের জন্য উত্তম রিজিক কামনাসহ আল্লাহর একান্ত বান্দা হওয়ার চেষ্টা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব রোজাদারকে কৃতজ্ঞতাজ্ঞাপনকারী বান্দা হিসেবে কবুল করুন। আমিন।
এমএমএস/জিকেএস