ডা. জাফরুল্লাহকে তাফসির উপহার দিলেন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কুরআনের তাফসির, সিরাত ও ইসলামিক বই উপহার পাঠিয়েছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। বহুল প্রচলিত ও জনপ্রিয় আব্বাসী টিভি’র ফেসবুক পেজে ১৫ মিনিটের একটি ভিডিও পোস্ট-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী তার প্রতিনিধিদের মাধ্যমে ডা. জাফরুল্লাহকে এ উপহার সামগ্রী পাঠান।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ থেকে ডাঃ জাফরুল্লাহ সাহেবকে তাফসির, সিরাত ও হুজুরের লিখিত কিতাব হাদিয়া দেয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তার প্রতিনিধিদেরকে তাফসির, সিরাত ও হুজুরের লিখিত কিতাব দিয়ে ডা. জাফরুল্লাহ’র কাছে প্রেরণ করেন। হুজুরের প্রতিনিধিগণ কিতাবগুলো তাকে হাদিয়া দিয়ে আসেন এবং তাকে হুজুরের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসেন।’

ভিডিওতে দেখা যায়, ‘আল্লামা আব্বাসীর পক্ষ থেকে পাওয়া আল্লামা শফি রহিমাহুল্লাহ লিখিত বিখ্যাত তাফসিরগন্থ ‘মাআরিফুল কুরআন’ হাতে পেয়ে ডা. জাফরুল্লাহ যত্নের সঙ্গে তা খুলছেন। খুলে নিজের টেবিলের উপর রেখে আঙ্গুল দিয়ে স্পর্শ করে কালো হরফগুলো পড়ার এবং বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি বারবার বলছেন, আমার খুব আগ্রহ আরবি শেখার। এ বলে তিনি ভাঙ্গা ভাঙ্গা হরফে মাআরিফুল কুরআনের আরবি পড়ার চেষ্টা করছিলেন।’

jagonews24

এ সময় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতিনিধিগণ তাকে ইসলামের বিভিন্ন বিষয় ও পরিভাষা সম্পর্কে দেখানো ও বোঝানোর চেষ্টা করছেন। ডা. জাফরুল্লাহও বেশ আগ্রহ ভরে তা গ্রহণ করছেন। মাঝে মাঝে বিভিন্ন বিষয় না বুঝলে তিনি আবার প্রশ্ন করছেন। বুঝে নিচ্ছেন। যেমন-
উপহার হিসেবে পাওয়া মাআরিফুল কুরআন হাতে পেয়ে তিনি প্রতিনিধি দলের কাছে জানতে চান- ‘মাআরিফ’ অর্থ কী?

উল্লেখ্য কিছুদিন আগে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানী ঢাকার আল আকসা জামে মসজিদের (হাক্কানী মসজিদের) মোয়াজ্জিন হাফেজ আনিসুর রহমানের কাছে নূরানী কায়েদার সবক নেন।

তিনি ধানমন্ডির আল আকসা মসজিদে এসে প্রথমে অজু করেন। এরপর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আনিসুর রহমানের কাছে আউজুবিল্লাহ- বিসমিল্লা ও রাব্বি জিদনী ইলমা পড়ে কুরআন শিক্ষার জন্যে নূরানী কায়দায় সবক নেন বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কায়দার সবক গ্রহণের ছবি ও তথ্য ব্যাপকভাবে ভাইরাল হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য শুভ কামনা...

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।