পথে পাওয়া টাকা কোথায় দান করা যাবে?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২১

অনেক সময় রাস্তা-ঘাট, ঘরে-বাইরে, যানবাহন কিংবা চলার পথে টাকা-পয়সা বা মূল্যবান ধন-সম্পদ পাওয়া যায়। কুড়িয়ে পাওয়া এসব টাকা-পয়সা বা ধন-সম্পদ কি মসজিদে দান করা যাবে? নাকি অন্য কোথাও দান করতে হবে? এ সম্পর্কে ইসলাম কী বলে?

‘না’, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা বা সম্পদ মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হবে ওই টাকা; যা কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন।

প্রথমত : করণীয়
রাস্তাঘাটে কোনো টাকা পাওয়া গেলে তা কুড়িয়ে সংরক্ষণ করা। যে এলাকায় টাকা বা সম্পদ পাওয়া যায়, ওই এলাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল জনপ্রতিনিধিকে অবহিত করে যথাযথ প্রচার-প্রচারণা চালনো হচ্ছে নিয়ম। প্রচার অব্যাহত রাখা এবং প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার জন্য অপেক্ষা করা।

দ্বিতীয়ত : যাদের দেয়া যাবে
যদি টাকা বা সম্পদের মালিকের সন্ধান পাওয়া না যায়; ইসলামি শরিয়তের দৃষ্টি তা প্রকৃত অসহায় বা গরিবকে দান করা যেতে পারে। ফতোয়ার কিতাবগুলোতে এ রকমই দিকনির্দেশনা দেয়া আছে।

কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে না। কারণ মসজিদে দান করতে হলে ওই টাকা ব্যক্তির নিজ মালিকানাধীন হতে হবে। (ফাতহুল কাদির, বাহরুর রায়েক, তাবয়িনুল হাকায়েক, দুররুল মুখতার)

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।