নূর হুসাইন কাসেমীর জানাজা সকাল ৯টায় বায়তুল মোকাররমে
হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নূর হুসাইন কামেসীর জানাজার স্থান পরিবর্তন হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহের পরিবর্তে তা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। জমিয়তে উলামায়ে ইসলামের ১৮নং ওয়ার্ড সভাপতি মুফতি হোসাইন আহমদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়খুল হাদিস নূর হুসাইন কাসেমীর জানাজা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। প্রশাসনিক অনুমতি না পাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জানাজার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
প্রবীণ এ আলেম গত ১ ডিসেম্বর অসুস্থ হয়ে গেলে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরিক অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরের দিকে এইচডিইউ ইউনিটে নেয়া হয়।
শীর্ষস্থানীয় এ প্রবীণ আলেম গুলশান ইউনাইটেড হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ১৩ ডিসেম্বর (রোববার) দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমী ১৯৪৬ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ বোর্ডের কো-চেয়ারম্যান ছিলেন।
এসএসএস/জেআইএম