যে সব ক্ষেত্রে গিবত করা নিষিদ্ধ


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

গিবত অত্যন্ত ঘৃণিত কাজ। কুরআন ও হাদিসে গিবত করাকে মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা সমগ্র মুসলিম উম্মাহর জন্য নিষিদ্ধ। যে সব ক্ষেত্রে গিবত নিষিদ্ধ ও গোনাহের কাজ এ সম্পর্কিত বিধিগুলো তুলে ধরা হলো-

ক. যে গিবতের কারণে অধিক কষ্ট হয়, সে গিবত করা কবিরা গোনাহ।

খ. যে গিবতের কারণে কষ্ট কম হয় তা সগিরা গোনাহ। অর্থাৎ কোনো জায়গা বা সওয়ারির গিবত করা।

গ. গিবত প্রতিহত করার ক্ষমতা থাকা সত্বেও গিবত শ্রবণ করা গিবত করার শামিল।

ঘ. শিশু, পাগল, জিম্মি তথা আটক ব্যক্তির গিবত করাও হারাম।

ঙ. কাফের ব্যাক্তির (হারবি) গিবত করা মাকরূহ।

চ. মুখের দ্বারা যতটুকু গিবত হয়ে থাকে, অনুরূপ কাজের দ্বারাও গিবত হয়ে থাকে। যেমন- কোনো খঞ্জের ন্যায় চলাফেরা করে তাকে উত্যক্ত করা বা হেয় প্রতিপন্ন করা।

ছ. গিবতকারী যার গিবত করেছে তার কাছে ক্ষমা চাইলে গিবতকারীকে ক্ষমা করে দেয়া মুস্তাহাব।

সুতরাং সমগ্র মুসলিম উম্মাহর জন্য আবশ্যক করণীয় হলো, যে সব ক্ষেত্রে গিবত করলে মারাত্মক গোনাহ হয় সে সব অবস্থায় গিবত থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে গিবতের ক্ষেত্রগুলো হিফাজত করুন। আমিন।

জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : [email protected]


জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।