লক্ষ্মীপূজা আজ


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৬ অক্টোবর ২০১৫

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ। যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে আজ হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এ পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করবেন।

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা উদযাপন করে থাকেন। এবারের পূর্ণিমা তিথি আজ রাত ৮টা ৩৫ মিনিটে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে। এ হিসেবে মঙ্গলবারও অনেকেই লক্ষ্মীপূজা উদযাপন করবেন।

লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের কাছে ধন ও ঐশ্বর্যের দেবী বলে পরিচিত। এই পূজায় সাধারণভাবে মৌসুমি ফলমূল, নানাবিধ মিষ্টি সামগ্রী ও নারকেলের নাড়ু দেওয়া হয়। ফুলের মধ্যে জলপদ্ম, স্থলপদ্ম, শিউলি ব্যবহার করা হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজিত হবে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।