দৃষ্টি প্রতিবন্ধী নারীর এক বছরেই কুরআন মুখস্ত!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ০১ জুলাই ২০২০

মাত্র এক বছরে পুরো কুরআন মুখস্থ করলেন এক দৃষ্টি প্রতিবন্ধী নারী রাভজানু কাচাকার। এ নারী দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল পদ্ধতির কুরআন পড়েই মাত্র ১২ মাসে পবিত্র কুরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছেন।

ব্রেইল পদ্ধতিতে কুরআন পড়ে মাত্র ১২ মাসে কুরআন মুখস্ত করা সত্যিই বিস্ময়কর। চোখে না দেখার প্রতিবন্ধকতা থাকলেও ব্রেইল পদ্ধতির কুরআন পড়ে প্রতিদিন কুরআনের ১১ পৃষ্ঠা পর্যন্ত মুখস্ত করেছেন তিনি।

রাভজানুর কাচাকার তুরস্কের কারাপানা শহরের বসবাস করেন। বর্তমানে রাভজানু উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন।

hifz

দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও রাভজানুর নিরলস পরিশ্রম স্বার্থক হয়েছে। প্রতিদিন ১১ পৃষ্ঠা কুরআন মুখস্ত করেছেন তিনি। বিশ্বব্যাপী অনেক আরবি ও ইংরেজি গণমাধ্যম এ খবর প্রকাশ করে। তুরস্কসহ অনেক আরবি ও ইংরেজি গণমাধ্যম প্রতিদিন ১১ পৃষ্ঠা কুরআন মুখস্তের বিষয়টি তুলে ধরেন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।