কিশোরগঞ্জের বালুচর দরবারের মাহফিল ২ মার্চ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০১ মার্চ ২০২০

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার বালুচর দরবারের ৩২তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ২ মার্চ সোমবার বাদ আসর শুরু হবে। রাতব্যাপী এ মাহফিলে ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও আধ্যাত্মিক আলোচনা হবে।

মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের গদিনশিন পীর শাহ সুফি মতিউর রহমান আবদুল বারী নকশবন্দী মোজাদ্দেদী বালুচরী।

মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েক ও বিশিষ্ট আলেমরা দ্বীন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। মাহফিলে পীর সাহেব দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করবেন।

হবিগঞ্জ থেকে সড়ক পথে মাদনা বাজার হয়ে ১ কিলোমিটার পশ্চিমে বালুচর। ভৈরব থেকে নদী পথে আদমপুর বাজার হয়ে ১ কিলোমিটার দক্ষিণে বালুচর।

এ মহতি মাহফিলে জিকিরের সহিত দলে দলে যোগদান করে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে মুসলিম উম্মাহর প্রতি মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।