সৌদির কারাগারে প্রখ্যাত দাঈ সালমান আওদার প্রতিবাদ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০

সৌদি আরবের প্রখ্যাত তিন ইসলামিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে আটক। তাদের ওপর অত্যাচার নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কারা কর্তৃপক্ষের নিপীড়নের প্রতিবাদ করেন প্রখ্যাত দাঈ শায়খ সালমান আল-আওদাহ। নির্যাতনের প্রতিবাদে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করেননি। খবর মিডলইস্ট মনিটর।

শায়খ সালমান আল-আওদাহ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় কারাগারে আটক। সম্প্রতি তার পরিবার তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। কারা কর্তৃপক্ষের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদস্বরূপ তিনি সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন।

সম্প্রতি এক শুনানিতে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। সালমান আওদার ছেলে আবদুল্লাহর বক্তব্য থেকে জানা যায়, ‘সালমান আওদার পরিবারকে সোমবার সালমান আওদার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।’

উল্লেখ্য, ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের অপরাধ আদালত গত ২৭ নভেম্বর সালমান আল-আওদার বিচার ৩০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে। সালমান আল-আওদাহ ছাড়াও দেশটির অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার ইমামকেও গ্রেফতার করা হয়।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।