শেষ ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা পরলেন অ্যারাবিয়ান পোশাক!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০১ জানুয়ারি ২০২০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাসে অংশগ্রহণ করেন। এ দিন শিক্ষা জীবনকে স্মরণীয় করে রাখতেই কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাসে আসেন।

অ্যারাবিয়ান পোশাক পরে ক্লাস করায় তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ পোশাকের ছবি ভাইরাল হয়।

জানা গেছে, শেষ ক্লাস উপলক্ষে সম্প্রতি কুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা ভিন্নধর্মী কিছু করার চিন্তা করেন। এরই অংশ হিসেবে আরব দেশের মতো পোশাক পরে ছেলেরা আর মেয়েরা শাড়ি পরে ক্লাসে হাজির হন।

Arabian-1

অ্যারাবিয়ান পোশাক পরা একটি ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপরই ছবিটি ভাইরাল হয়।

কুয়েট শিক্ষার্থীদের ভিন্নধর্মী এ আয়োজনের কারণে অনেকে তাদের প্রশংসা করে বলেছেন, শেষ ক্লাসে স্মরণীয় কিছু করতে পেরেছেন তারা।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।