ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পেড্রো কারভালহোর ইসলাম গ্রহণ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯

পেড্রো কারভালহো। একজন ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের বিখ্যাত গায়ক ইউসুফ ইসলামের মিডিয়া বিষয়ক উপদেষ্টা তিনি। সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন। বিশ্ব বিখ্যাত গায়ক ইউসুফ ইসলাম নিজেও ১৯৭৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

সম্প্রতি লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তুরস্কের অর্থায়নে একটি নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়। পেড্রো কারভালহো বৃহস্পতিবার এ মসজিদের ইমাম আলি তুউসের কাছে কালেমা পাঠ কেরে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের আগে পেড্রো কারভালহো জানান, ‘ইসলাম গ্রহণ আমার জীবনে একটি নতুন যাত্রা। আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য বড় অনুগ্রহ।

কালেমা পড়ার আগে পেড্রো কারভালহো আরও জানান, ‘ইসলাম সম্পর্কে তিনি অনেক গবেষণা করেছেন। ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে এমন কোনো প্রতিবন্ধকতা তার সামনে নেই। মুসলিমদের সঙ্গে চলাফেরা ও তাদের জীবনাচরণে আকৃষ্ট হয়েই ইসলাম গ্রহণ করেছেন পেড্রো কারভালহো।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।