বিশ্বব্যাপী ৯০ ভাগের বেশি মুসলমান সন্ত্রাসবাদের শিকার!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০১৯

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের শিকার ৯১.২ ভাগ নিরাপদরাধ মুসলিম। প্যারিস হামলার ৬ বছর পর ব্রাসেলসের ‘পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশন’-এর রিপোর্টটি সৌদি আরবভিত্তিক সংবাদ মাধ্যম আল-আরাবিয়া প্রকাশ করেছে।

সারাবিশ্বে যত সন্ত্রাসবাদের ঘটনা ঘটে চলেছে তার ৯০ ভাগেরও বেশি ক্ষতির শিকার হন শুধু মুসলিমরা। গত সপ্তাহে প্রকাশিত ফরাসি রিপোর্টে দাবি করা হয়, এ সব হামলাগুলোর মধ্যে ৮৯.১ ভাগ সন্ত্রাসবাদের ঘটনা মুসলিম দেশসমূহেই ঘটানো হয়। আর এতে ক্ষতিগ্রস্তও হয় মুসলিমরা।

পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশনের এ রিপোর্টে উল্লেখ করা হয় যে, ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা পরিচালনা করার পর থেকে আগস্ট ২০১৯ পর্যন্ত বিশ্বব্যাপী যত সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে তাতে শুধু মুসলমানরাই ৯১.২ শতাংশ হামলার শিকার হয়েছে।

রিপোর্টে তথ্য মতে, গত ৪০ বছরে চরমপন্থী সন্ত্রাসীরা বিশ্বব্যাপী ৩৩ হাজার ৭৬৯টি হামলার ঘটনা ঘটিয়েছে। আর এ হামলাগুলো নিহত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৬ জন। আর ১ লাখ ৫১ হাজার ৪৩১ জন মানুষ আহত হয়েছে।

প্যারিস হামলার ৬ বছর পূর্তিতে পলিটিক্যাল ক্রিয়েটিভ ফাউন্ডেশন এ রিপোর্ট প্রকাশ করে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।