কারাগারে মারা গেলেন সৌদির আরেক আলেম শায়খ ফাহাদ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৪ নভেম্বর ২০১৯

বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের কারাগারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রিটেনভিত্তিক অনলাইন গণমাধ্যম নিউ আরব-এর বরাতে গতকাল এ খবর প্রকাশিত হয়।

বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে চিঠি লেখায় গত ৩ বছর আগে তাকে গ্রেফতার করা হয়।

কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম ও দাঈ। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

কারা কর্তৃপক্ষের ওপর বিনা চিকিৎসা ও অবহেলার অভিযোগ রয়েছে। এ অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে।

শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের ‘সৌদি সাহওয়া মুভমেন্ট’-এর সঙ্গে জড়িত ছিলেন। সামাজিক বিষয়ে সৌদি সরকারে কঠোর বিরোধিতাও করতেন তিনি।

উল্লেখ্য যে, দাওয়াতে দ্বীনের বিশ্ব বিখ্যাত আলেম সৌদি আরবের জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ ড. আহমেদ আল আমরি এবং সৌদি আরবের আরেক দাঈ ও আলেম শায়খ সালেহ দুমিরি কারাগারে মারা যান।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।