যে ৪ গোনাহের কারণে মানুষ জাহান্নামি হবে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে কল্যাণের নসিহত পেশ করেছেন। যাতে মানুষ ভালো কাজের মাধ্যমে নিজেদের জীবন সাজায়। অন্যায় বা জাহান্নামে যাওয়ার কাজগুলো থেকে বিরত থাকতে পারে।

হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারির বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ গোনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। আর তাহলো-

> মদ খাওয়া : অর্থাৎ মদ খাওয়া হারাম। মদসহ যে কোনো নেশা গ্রহণের গোনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে।

> গুটি পোকার জামা পরলে : অর্থাৎ গুটি পোকা থেকে যে সুতা তৈরি হয়। সে সুতায় বুনানো কাপড় পরলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে।

> ব্যভিচার : অর্থাৎ বিয়ে ছাড়া নারীরা পুরুষের সঙ্গে আবার পুরুষরা নারীদের সঙ্গে মেলামেশা করলে তারা জাহান্নামে যাবে।

> বাদ্য-বাজনা বাজালে : অনেক গান আছে অর্থবোধক এবং ভালো কিন্তু গানের সঙ্গে ঢোল-তবলা ও মেশিনের সংমিশ্রণে বাজনা বাজিয়ে গান পরিবেশকারী ব্যক্তিও জাহান্নামে যাবে।

মানুষের উচিত উল্লেখিত কাজগুলো থেকে নিজেকে দূরে রাখা। মদসহ নেশাজাতীয় দ্রব্য, গুটি পোকার পোশাক, ব্যভিচার ও বাদ্য-বাজনা থেকে বিরত থাকার মাধ্যমে গোনাহের কাজ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত গোনাহের কাজগুলোসহ যাবতীয় গোনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।