দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস জামাল উদ্দিন বুলন্দশহরীর ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ভারতের দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী মিরাঠের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বিশ্ব বিখ্যাত তাফসির গ্রন্থ ‘জালালাইন’-এর সাড়া জাগানো শরাহ ‘জামালাইন’-এর লেখক হিসেবে আলেম সমাজে ব্যাপক সমাদৃত ও পরিচিত।

মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী দীর্ঘদিন ধরে অনেক জটিল রোগে ভুগছিলেন। গত ২ দিন আগে মিরাঠের হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পর মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল স্থানীয় সময় ১১টায় দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসারিতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের খাদেম এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।