শ্রবণ প্রতিবন্ধী নারীদের জন্য কুরআন শেখার প্রথম স্কুল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২২ আগস্ট ২০১৯

শ্রবণ প্রতিবন্ধী মেয়ে ও নারীদের জন্য ছবির সাহায্যে সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে প্রথম কুরআন শিক্ষার স্কুল চালু করেছে মিসর। যেসব নারীরা কানে শুনতে পায় না তাদের জন্য এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। মিসরের গর্ভরনেট প্রদেশের মিনিয়া শহরে এ স্কুলটি উদ্বোধন করা হয়েছে।

নিউজ সিনা ওয়েবসাইটের তথ্য মতে, গর্ভরনেট প্রদেশের রাজধানী মিনিয়া শহরের একটি মসজিদে শ্রবন প্রতিবন্ধী মেয়ে ও নারীদের জন্য সাংকেতিক ছবির মাধ্যমে বিশুদ্ধ কুরআন শেখার স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

school

এ সাংকেতিক স্কুলে যারা কুরআন পড়তে পারে না তাদেরকে পড়া শেখানো হবে। যারা কুরআন হেফজ করতে চায় তাদের মুখস্ত করানো হবে। এ স্কুলেই ধর্মীয় শিক্ষাসহ প্রিয় নবির সীরাত, দোয়া ও ইসলামিক বিষয়াদি শেখানো হবে।

school

গভর্নরেট প্রদেশের মিনিয়া শহরে প্রতিষ্ঠিত কুরআন শিক্ষার স্কুলটি শ্রবন প্রতিবন্ধীদের জন্য প্রথম স্কুল। যেখানে বিশুদ্ধভাবে কুরআন ও ধর্মীয় শিক্ষা দেয়া হবে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।