২৪ ঘণ্টায় অনলাইনে ওমরা ভিসা দিচ্ছে সৌদি!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২০ আগস্ট ২০১৯

এ বছর হজের কার্যক্রম শেষ। হজের পর শুরু হতে যাচ্ছে ওমরা ভিসা দেয়ার কাজ। চাইলে যে কেউ ২৪ ঘণ্টায় পেতে পারেন ওমরার ভিসা। যেসব মুসলিম ওমরাহ পালনে আগ্রহী তারা সৌদি দূতাবাসে না গিয়ে অনলাইনে ২৪ ঘণ্টায় পাবেন ওমরা ভিসা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসে না গিয়ে ২৪ ঘণ্টায় ওমরা ভিসা সরবরাহের অনুমতি দিয়েছেন বলে জানা যায়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উধ্র্বতন কর্মকর্তা আব্দুল আজিজ ওয়াজ্জান দৈনিক পত্রিকা ওকাজকে বলেছেন, ‘ওমরাহ পালনে ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে ভিসার জন্য দূতাবাসে যেতে হবে না। নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ২৪ ঘণ্টা ই-ভিসা সুবিধা দেবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘আগামী মৌসুমে ওমরাহ পালন করতে ইচ্ছুক ১০ মিলিয়ন ব্যক্তিকে ২৪ ঘণ্টা অনলাইনে ই-ভিসা সুবিধা দেবে সৌদি।’

ওমরা ভিসা প্রদানের এ নতুন ওয়েবসাইটের নাম দেয়া হয়েছে- ‘ দ্য সেন্ট্রাল প্লাটফর্ম ফর দ্য ইলেক্ট্রনিক ইস্যুয়েন্স অফ ওমরা ভিসাস’ (The central platform for the electronic issuance of Umrah visas)। এ ওয়েবসাইট আগামী ওমরাহ মৌমুমে দ্রুত ওমরা ভিসা প্রাপ্তিতে সহায়ক হবে।

তিনি আরও যোগ করেন, ‘হজ ও ওমরার ইতিহাসে এবারই (২০১৯ সালে) প্রথম বিনামূল্যে মক্কার মসজিদে হারাম থেকে মিনা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করে সফলতার সঙ্গে সেবা দিয়েছে সৌদি হজ ও ওমরা কর্তৃপক্ষ।

সৌদি আরবের তাওয়াফা পরিবহন সংস্থার প্রধান আদিল ক্বারীর তথ্য মতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও তুরস্কের প্রায় ৪৩ হাজার হজযাত্রী এ সেবা গ্রহণ করেছেন।

১০ জিলহজ মোতাবেক তথা ঈদ-উল-আজহার দিনও ১৫০টি প্রথম শ্রেণীর বাস দীর্ঘ ৩০ ঘণ্টা মিনা থেকে মসজিদে হারামে আসা-যাওয়া করে হজযাত্রীদের সেবা প্রদান করে।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।