কাশ্মীরের অশান্তি বৃদ্ধিতে গের্ট ওয়াইল্ডার্সের উসকানি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৭ আগস্ট ২০১৯

গের্ট ওয়াইল্ডার্স। ইসলাম বিদ্বেষী মতামতের জন্য বিখ্যাত ডাচ রাজনীতিবিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীর নিয়ে তির্যক মন্তব্য করে গের্ট ওয়াইল্ডার্স। কাশ্মীর ভূখণ্ডে ভারতের এ অবৈধ আক্রমণের প্রশংসা করে কাশ্মীরকে সন্ত্রাসী ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় এ ডাচ রাজনীতিক।

ইসলাম বিদ্বেষী এ ডাচ রাজনীতিক কাশ্মীরের গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে ভারতের প্রশংসা করেছে। কাশ্মীরকে সন্ত্রাসবাদী রাজ্য হিসেবে আখ্যায়িত করেছে।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল ইসলাম বিদ্বেষী এ গের্ট ওয়াইল্ডার্স। তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে যা বাতিল করতে বাধ্য হয়।

ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্স ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে উল্লেখ করে। যেখানে সংবিধান লঙ্ঘনের কারণে ভারতের সংবিধান বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা ক্ষমতাশীন দল বিজেপিকে কটূক্তি করেছেন। সেখানে উগ্রপন্থী হিন্দুদের আক্রমণে মুসলিম হত্যা ও দাঙ্গা-ই ইসলাম বিদ্বেষী গের্ট ওয়াইল্ডার্সের কাছে ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে মনে হয়। যা চরম হাস্যকর।

ভারত সরকার ও দেশটির সেনাবাহিনী কর্তৃক কাশ্মীরের গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর গের্ট ওয়াইল্ডর্সের কাছে ভারতের গণতন্ত্রকে নিখুঁত মনে হয়েছে।

গের্ট ওয়াইল্ডার্স এক টুইট বার্তায় এমনই ইঙ্গিত দিয়েছে-

ইসলাম বিদ্বেষী ও মুসলমানদের ক্ষতি সাধনে বিশ্বব্যাপী সংগ্রাম ও সাধনা করে যাচ্ছে এ ডাচ রাজনীতিক। ভারত সরকার ও সেনাবাহিনী কর্তৃক নিরাপরাধ কাশ্মীরের ওপর গণহত্যা ও স্বায়ত্তশাসন বাতিলের পর তার এ টুইটা বার্তাই তা প্রমাণ করে।

উল্লেখ্য যে, কাশ্মীরে গণহত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিল একটি অত্যন্ত ন্যাক্কারজনক ইস্যু। যা দক্ষিণ এশিয়ায় আরো একটি ফিলিস্তিনের জন্ম হতে পারে। যেখানে আজাদির সংগ্রামে নিঃশেষ হবে কাশ্মীর। নিষ্পেষিত হবে ইসলাম ও মুসলিম জনতা। এর প্রভাব পড়বে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতেও।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।