ইয়াহুদি ধর্ম ছেড়ে এক ইসরায়েলি পরিবারের ইসলাম গ্রহণ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৭ জুলাই ২০১৯

ইসরায়েলের এক ইয়াহুদি পরিবার শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। ইয়াহুদি পরিবারে বেড়ে ওঠা ইলাত শহরে বসবাসকারী এক নারী হঠাৎ করেই তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। খবর ইসরায়েলি টিভি চ্যানেল থার্টিন।

ফিলিস্তিনের জনপ্রিয় গণমাধ্যম আল-ওতানের খবরে জানা যায়, ‘ইসরায়েলের এই ইয়াহুদি পরিবার মুসলিম হওয়ার পর ইলাত শহর ছেড়ে সপরিবারে পশ্চিম তীরের খলিল পর্বতের পাদদেশে হিজরত করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইলাতে থাকাকালীন সময়ে নও মুসলিম পরিবারের দুটি শিশু বাচ্চাকে অপহরণ করে ইসরায়েলের সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদেরকে বাপ-দাদার ভিটেমাটি ছাড়ার হুমকি দেয়।

এরই প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে পশ্চিম তীরে আশ্রয় নিতে বাধ্য হন এ নও মুসলিম পরিবার। তবে পরিবারের মোট কতজন ইসলাম গ্রহণ করেছেন, খবরে তা বলা হয়নি।

আল্লাহ তাআলা এ নও মুসলিম পরিবারকে ইসলামের ওপর অটল ও অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।