‘মাদিনা’ :এবারের হজে জন্ম নেয়া প্রথম শিশু

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, ১৭ জুলাই ২০১৯

আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলিম পুরুষ ও নারীর জন্য হজ ফরজ। ফরজ হজ পালনে সারা বিশ্ব থেকেই নারী-পুরুষ পবিত্র নগরী মক্কা ও মদিনায় আগমন করে। এদের মধ্যে অনেক নারী থাকে সন্তান সম্ভবা। প্রতি বছর হজের মৌসুমে অনেক দম্পতির সন্তান ভূমিষ্ট হয় মক্কা ও মদিনায়।

সৌদি প্রেস এজেন্সির এক তথ্যে জানা যায় যে, ২০১৯ সালের হজের সফরে আসা এক ভারতীয় দম্পতির কোল আলো করে মদিনায় জন্ম নেয় এক শিশু। তাই বাবা-মা এ নবজাতকের নাম রেখেছেন ‘মাদিনা’। ধর্মীয় অনুভূতি ও এ পবিত্র নগরীর ভালোবাসায় তারা সন্তানের এ নাম রাখেন।

প্রতি বছরই হজের সফরে অনেক নারী সন্তান জন্ম দেয়। এ বছর ভারতীয় এক দম্পতিই প্রথম সন্তান লাভ করেন।

সারা বিশ্ব থেকে হজের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনায় আসা শুরু করেছে।

আশা করা যায়, এ বছর (২০১৯) আগামী ৯ আগস্ট শুরু হবে হজের কার্যক্রম। যা শেষ হবে ১৪ আগস্ট।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।