কানাডায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৯ আগস্ট

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১০ জুন ২০১৯

হেফজ বিভাগে মোট ৪টি স্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর তাহলো-
>> ৫ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।
>> ১০ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।
>> ২০ পারা ৫ হেফজ কুরআন প্রতিযোগিতা। এবং
>> পুরো ৩০ পারা হেফজ কুরআন প্রতিযোগিতা।

কানাডার টরোন্টো শহরের আবু হুরায়রা সেন্টারে (The Abu Huraira Center) আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৩১ আগস্ট চলবে এ প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

গতবছর (২০১৮) ডিসেম্বর মাসে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। সে প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে ৯০ হাজার ডলার পুরস্কার হিসেবে বিতরণ করা।

কানাডায় কুরআনের এ আন্তর্জাতিক প্রতিযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিযোগিতার ফলে ইসলাম ও কুরআনের দিকে আগ্রহী হবে মানুষ। সঠিক পথ লাভ করবে। কুরআনের সূরধারা মানুষকে ইসলামের আলোকিত জীবনে দিকে নিয়ে আসবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।