ঈদের ছুটি ৫ জুন, কুরবানি ১১ আগস্ট!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ৩০ মে ২০১৯

ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কিন্তু ফিলিপাইনে ১৪৪০ হিজরি সনের ঈদের ছুটি ঘোষণা করেছে ৫ জুন। দেশটির প্রেসিডেন্ট রদরিগো ড্যুটার্ট পবিত্র রমজান মাস শেষে মুসলিমদের ধর্মীয় উৎসবের দিন ঈদ-উল-ফিতরের ছুটি ঘোষণা করেছে।

রাষ্ট্রপতির নির্বাহী সচিব গতকাল ২৯ মে রাষ্ট্রপতির পক্ষ থেকে এক সরকারী প্রজ্ঞাপনে ঈদ উদযাপনের জন্য এ তারিখ ঘোষণা করেন। খবর রাফলার ডটকম।

মুসলিমদের জন্য দু’টি ইসলামিক দিবস উদযাপনে রাষ্ট্রপতি ২০১৯ সালের নিয়মতি ছুটির তালিকা প্রকাশ করেন। তবে দেশটিতে রাষ্ট্রপতির আদেশেই মুসলিমের জন্য বিশেষ এ ঈদের ছুটি ঘোষণা করা হয়। ফিলিপাইনের জাতীয় মুসলিম কমিশন রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত ছুটির অনুসরণ করে।

দেশটির প্রেসিডেন্ট ঈদ-উল-ফিতরের ছুটি ৫ জুনের পাশাপাশি ঈদ-উল-আজহার তারিখও নির্ধারণ করেছেন। আগামী ১১ আগস্ট কুরবানির ঈদের ছুটিও ঘোষণা করা হয়।

ফিলিপাইনের অনেক প্রাচীনতম ধর্ম ইসলাম। ১৩তম শতাব্দীতে মুসলিম ব্যবসায়ীদের আগমনের ফলে ফিলিপাইনের ইসলামের প্রচার ও প্রসার ঘটে। আনুমানিক ধারণা করা হয় যে, ফিলিপাইনে ১১ লাখ মুসলিম রয়েছে। যা মোট জনসংখ্যার প্রায় ১২ ভাগ।

উল্লেখ্য যে, বাংলাদেশের জন্য এ হিসাব প্রযোজ্য নয়, আগামী ৪ জুন শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৫ জুন পবিত্র ঈদ-উল-ফিতর তথা রমজানের ঈদ পালিত হবে। চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে, সেক্ষেত্রে ৬ জুন বৃহস্পতিবার পালিত হবে ঈদ। আর কুরবানির ঈদ পালিত হবে জিলহজ মাসের ১০ তারিখ। সেটিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।