মানুষের সৃষ্টি আল্লাহর অনুগ্রহ
হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালাম-এর মাধ্যমেই মানব বংশের প্রথম বিকাশ। পারিবারিক সূত্রের মাধ্যমেই মানবজীবনের যাত্রা শুরু হয়েছে। পরিবারের প্রথম বিন্যাসই হলো স্বামী ও স্ত্রীর সম্পর্ক। যার মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষ সষ্টি করেছেন। মানব সৃষ্টিই আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। জাগো নিউজে তা তুলে ধরা হলো-
পৃথিবীতে মানুষের আগমন আল্লাহর অনুগ্রহ
হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাত দান করেছেন। আল্লাহ বলেন-
وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلاَ مِنْ حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ অর্থাৎ ‘হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেওনা তাহলে তোমরা গোনাহগার হয়ে যাবে।’ ঘটনাক্রমে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম লংঘন করে নিষিদ্ধ গাছের নিকটবর্তী হয়ে পৃথিবীতে আসেন। এটা আল্লাহর প্রথম অনুগ্রহ যে, আল্লাহ একটা না একটা মাধ্যমে দুনিয়াকে আবাদ করাবেন, মানুষের মাধ্যমে। মানুষ আল্লাহর গোলামী করবে। আল্লাহর হুকুম আহকাম পালন করবে। আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে আল্লাহ আনন্দের মাধ্যম হবে। এটা আল্লাহর বড় অনুগ্রহ।
বংশবৃদ্ধি কিভাবে হলো-
পৃথিবীতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মানববংশের সৃষ্টি ছড়িয়ে দিয়েছেন। যা চিন্তাশীলদের জন্য আল্লাহ প্রাপ্তির পথ ও প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيرًا وَنِسَاء وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا অর্থাৎ ‘হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।’
আল্লাহর অনুগ্রহ যে-
১. আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
২. হজরত আদম থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অতপর আল্লাহ তাআলা
৩. হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে সৃথিবীর সব নর-নারীকে সৃষ্টি করেছেন। যা আল্লাহর একান্ত অনুগ্রহ।
আল্লাহ অন্যত্র বলেন- يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ অর্থাৎ ‘হে মানব! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেযগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।’
পরিশেষে…
আল্লাহর অপার অনুগ্রহ বিজ্ঞানময় মহাবিশ্বে সন্দেহাতীতভাবে এ কথা সুস্পষ্ট যে, বলিষ্ঠ সমাজ বন্ধনে প্রতিষ্ঠিত সৌন্দর্যতম সৃষ্টি মানুষই আল্লাহর অপার অনুগ্রহ। বান্দা যেন এ অনুগ্রহের মর্যাদা রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে তাঁর হুকম-আহকাম পালনের তাওফিক দান করুন। আমিন।
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।
এমএমএস/আরআইপি