খ্রিস্টান সহকর্মীদের সমবেদনা জানাতে মুসলিমদের রোজা!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলার পর খ্রিস্টান সহকর্মীদের সঙ্গে একাত্মতা, সমবেদনা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে গত ২৫ এপ্রিল রোজা পালন করেছে দেশটির মুসলিম সম্প্রদায়।

অল সিলেন জামিয়াতুল উলামার (All Ceylon Jamiyyathul Ulama) আহ্বানে দেশটির মুসলিম সম্প্রদায় রোজা পালন করেন। এ ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাজ্ঞাপনের পাশাপাশি বর্তমান পরিস্থিতি সহজতর ও শান্তিময় হওয়ার জন্য তারা দোয়া করেন।

অল সিলেন জামিয়াতুল উলামা শ্রীলঙ্কায় ধর্মতত্ত্ববিদদের একটি ধর্মীয় সংগঠন। যারা মুসলিম ধর্মের লোকদেরকে ধর্মবিষয়ক নেতৃত্ব দেয়। শান্তির পক্ষে কাজ করে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে অনুষ্ঠানে শ্রীলঙ্কার ৩টি গির্জা ও পর্যটকদের পছন্দের ৩টি হোটেলে মোট ৮টি বিস্ফোরণ ঘটে। এ ভয়াবহ বোমা বিস্ফোরণে অনেক মানুষ নিহত ও আহত হয়।

শ্রীলঙ্কার মুসলিম দলগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন।

দলমত নির্বিশেষে খ্রিস্টানদের প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশে শ্রীলঙ্কার মুসলিমদের রোজা পালনকে সাধুবাদ জানিয়ে ফেসবুক ও টুইটারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসংখ্য মানুষ।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।