মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাযায় লাখো মানুষের ঢল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১২ মার্চ ২০১৯

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাযা সম্পন্ন হয়েছে।

গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সিলেট আলিয়া মাদরাসা মাঠে লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তার জানাযায় উপস্থিত হয়।

সিলেট দরগাহ মাদরাসায় পড়ালেখা করে সে মাদরাসায় শিক্ষকতা শুরু করা মুফতি আবুল কালাম জাকারিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্বও পালন করেন।

গত কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মভাবে আহত তিনি। এ অসুস্থতায় গতকার তিনি ইন্তেকাল করেন।

আল্লাহ তাআলা মুফতি আবুল কালাম জাকারিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।