আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি এহসানুল্লাহ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

১৮ বছরের তরুণ হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ। সারাদেশ থেকে আগত ৫১জন তুখোর প্রতিযোগীর মাঝে সেরা হয়ে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আসন্ন তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তেলাওয়াতের মাধ্যমে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন তিনি।

তুরস্কের হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই করতে গত ১৯ ফেব্রুয়ারি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রাকনির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সারাদেশের ৫১জন প্রতিযোগির মধ্যে হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ সেরা নির্বাচিত হন।

আগামী পবিত্র রমজানে (মে মাসে) বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। রমজানের কয়েকদিন আগেই বিশ্বের সব প্রতিযোগি তুরস্কের রাজধানী আঙ্কারায় উপস্থিত হবে।

হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ দেশের স্বনামধন্য হিফজ প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ নাছিরীর ছাত্র।

বর্তমানে মোহাম্মদপুরস্থ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় নবম শ্রেণিতে (কাফিয়া) পড়াশোনা করছেন হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ।

উল্লেখ্য যে, হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।