সূরা ফাতিহার আমলের বরকত


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে দান করেছেন শ্রেষ্ঠগ্রন্থ কুরআন। কুরআনে রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান। জাগো নিউজের পাঠকদের জন্য রোগ-ব্যধি থেকে মুক্তির আমল তুলে ধরা হলো-

আ’মালুল কুরআন
সূরা আল ফাতিহা সর্ব রোগের মহৌষধ। এ সূরার আমলের ব্যাপারে হাদিসের নির্দেশণা রয়েছে। এ সূরার আমলের বরকত লাভের কিছু নিয়ম রয়েছে। কিভাবে এ আমল করা যায়, তা উল্লেখ করা হলো-

ক. হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রন্ত লোকের মুখমণ্ডলে ছিঁটিয়ে দিলে, আল্লাহ জ্বর এ সূরার বরকতে জ্বর দূরীভূত করে দেন।

খ. ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যে ৪১ বার এ সূরা পাঠ করে চোখে ফুঁ দিলে চোখের ব্যথা দূর হয়।

গ. রাতের শেষ প্রহরে ৪১ বার এসূরা পাঠ করলে আল্লাহ পাক রিযিক বৃদ্ধি করে দেন।

ঘ. গোলাপ, জাফরান এবং কস্তুরি দিয়ে চিনির রেকাবিতে এ সূরা লিপিবদ্ধ করে তার ধোয়া পানি ৪০ পর্যন্ত রুগ্ন ব্যক্তিকে পান করালে রোগ থেকে মুক্তি লাভ হয়।

ঙ. দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্যে ৭ বার এ সূরা পাঠ করে দম করলে আল্লাহ পাক ব্যথা দূর করে দেন।

পরিশেষে...
আল্লাহ তাআলা প্রত্যেক আমলকারীকেই এ বরকতগুলো দান করুন। আল্লাহ প্রত্যেক মুসলমানকে কুরআনের আমল করার তাওফিক দান করুন। আল্লাহর বিধি-বিধান বাস্তবজীবনের আমল করার তাওফিক দান করুন। আমিন।

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দুআ ও আমল শিখুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।