নওমুসলিমদের নিয়ে তৃতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দেশটিতে বসবাসরত ২৩ দেশের নওমুসলিমদের জন্য কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ‘দারুল বার’ চ্যারিটি অ্যাসোসিয়েশন। এবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার ৩য় বর্ষ।

সংযুক্ত আরব আমিরাতের ‘দারুল বার্র’ চ্যারিটি অ্যাসোসিয়েশনের আওতাধীন ইসলামী তথ্য কেন্দ্রের পক্ষ থেকে কুরআন প্রতিযোগিতার এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি গত ২৮শে জানুয়ারি শুরু হয়েছে।

হেফজ এবং সুন্নতে নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামক দুটি ক্যাটাগরি করা হয়েছে।

প্রতিযোগিতার ৩য় বর্ষে ২৩ দেশের নওমুসলিমদের ১৮ শিশু সন্তানসহ ২৪৭জন নওমুসলিম প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে।

কুরআন ও সুন্নাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং সুশিক্ষায় অনুপ্রাণিত করতে নওমুসলিমদের জন্য এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগির প্রতি শুভ কামনা...

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।