বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে হচ্ছে না!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৭ জানুয়ারি ২০১৯

পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না তাবলিগ জামাতের এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতে চলমান দ্বন্দ্ব-সংঘাত এড়াতে উভয় পক্ষকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ উপলক্ষ্যে গতকাল ৬ জানুয়ারি রোববার উভয়পক্ষকে নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি একটি প্রতিনিধি দল ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ মাদরাসায় যাবেন।

সেখানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা আয়োজন করতে আলোচনা করবেন। দেওবন্দের সিদ্ধান্তের আগে উভয়পক্ষের ইজতেমা বা জোড় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, ‘হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম প্রমুখ।

দেওবন্দের সিদান্ত আসা পর্যন্ত পূর্ব নির্ধারিত তারিখে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দল দেওবন্দ থেকে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে যে, কখন হবে বিশ্ব ইজতেমা?

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।