বাংলাদেশি হাফেজ আকমালের ভারত জয়

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

হাফেজ আকমাল আহমাদ। ভারতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন। ভারতের তামিলনাড়ু প্রদেশের অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। হাফেজ আকমাল আহমাদকে অভিনন্দন।

সিলেটের কৃতিসন্তান কিশোর হাফেজ আকমাল আহমাদ রাজধানীর যাত্রাবাড়িস্থ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি তৈরির কারগর হাফেজ ক্বারি নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

উল্লেখ্য যে, হাফেজ আকমাল আহমাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে পরিচালিত কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৭-তে অংশগ্রহণ করে এবং প্রথম স্থান অধিকার করে।

হাফেজ আকমাল আহমাদের জন্য রইলো শুভ কামনা। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।