মহররম উপলক্ষে জাপানে পবিত্র কুরআন প্রতিযোগিতা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

মহররম ও আশুরা উপলক্ষ্যে বিশ্বব্যাপী নানা আয়োজন ও সেমিনার অনুষ্ঠিত হলেও জাপানে পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন বিষয় নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহররম মাসের শিক্ষা শীর্ষক এ প্রতিযোগিতায় কুরআনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ডিসেম্বর ২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষণা করা হবে। জাপানের ইরানিয়ান কালচারাল সেন্টার এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

জাপানে বসবাসরত ইরানি অধিবাসীসহ সব মুসলিম ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি প্রশ্নমালা www.tokyo.icro.ir.-এ ওয়েবসাইট থেকে ইংরেজি ও ফার্সিতে পাওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আগামী ৩০ নভেম্বরের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো উল্লেখিত ওয়েবসাইটে পাঠাতে হবে। আগামী ২২ ডিসেম্বর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।