মিনায় মুসল্লিদের সময় কাটছে ইবাদত বন্দেগিতে
মিনায় অবস্থানরত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি ইবাদত বন্দেগি করে সময় কাটাচ্ছেন।
ফজরের নামাজ জামাতে আদায় শেষে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেন তারা। তারপর সকালের নাস্তা খেয়ে ইবাদতে মশগুল হন মুসল্লিরা। এ সময় তাদের কেউ তালবিয়া, কোরআন শরীফ পাঠ, কেউ নফল নামাজ আদায়, আবার কেউবা সুরা কিরাত পাঠে মশগুল হয়ে পড়েন।
আবার অনেকে দুপুর ১টায় জোহরের নামাজ পড়ার প্রস্তুতি নিতে শুরু করেন। তাবুতে এয়ারকন্ডিশন থাকায় মুসুল্লিরা স্বস্তিতে সময় কাটাচ্ছেন। তবে বেলা যত গড়াতে থাকে রোদের তাপ তত বাড়তে থাকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে সৌদি সরকার পরিকল্পিতভাবে মিনায় ব্লকওয়াইজ বিভিন্ন দেশের জন্য তাবু নির্মাণ করেছেন। তাবুর বাইরে প্রতিটি ব্লকে যাওয়ার জন্য বিভিন্ন রংয়ের কালিতে পথ নির্দেশক চিহ্ন দেয়া রয়েছে। তাবুর বাইরে ড্রামে খাবার পানি রয়েছে। ফলে মুসল্লিরা খুব সহজেই তাবু ঘুরেফিরে দেখতে পারছেন।
এমইউ/এমএমজেড/এমএস