কাগতিয়া গাউছুল আজম দরবারে মাহফিল রোববার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩০ এএম, ২০ মে ২০১৮

 

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ‘ঈছালে ছাওয়াব’ ও মহিয়সী রমণী জমানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রূহানি আম্মাজান রাহমাতুল্লাহি আলাইহা’র ‘ফাতেহা শরীফ’ উপলক্ষে ৪৪তম ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল আগামী ২০মে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে কোরআন তেলাওয়াত, খতমে সহিহ বুখারী শরীফ আদায় ও খতমে তাহলিল শরীফ। জোহরের জামাত দুপুর ১টা ৩০ মিনিট।

বাদে নামাজে জোহর মিলাদ-কিয়াম, মোনাজাত, হযরত গাউছুল আজম (রা) এর রওজা পাক জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত। সকল আশেকে রাসূল ধর্ম পরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে দ্বীনি দাওয়াত রইলো।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।