কুয়েতে চলছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (লাইভ)

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

‘কুয়েত অ্যাওয়ার্ড’ খ্যাত কুয়েতের ৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব লাইভ চলছে। এ পর্বে অংশগ্রহণ করবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম।

এ বিশ্বের ৭৯টি দেশের ১৩৮ জন প্রতিনিধি এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। এ প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে- হেফজুল কুরআন, তাজভিদ এবং তেলাওয়াত।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ নেছার আহমদ আন-নাছিরির তাহফিজ মিডিয়া কর্তৃক কুয়েত থেকে প্রতিযোগিতার লাইভ চলছে। 

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হাফেজ তরিকুল ইসলামের জন্য দেশের সুনাম অর্জনে রইলো শুভ কামনা...

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।