থাইল্যান্ডে পবিত্র কুরআনের প্রদর্শনী

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাইল্যান্ড। দেশটির রাজধানী ব্যাংককে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের আন্তর্জাতিক বই মেলা-২০১৮ উপলক্ষ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসহ ফার্সি ভাষায় অনূদিত অনেক বই প্রদর্শন করা হয়।

jagonews24

থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলের উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী উপলক্ষ্যে ফার্সি ভাষায় অনুদিত ইরানের মূল্যবান পাণ্ডুলিপি সূক্ষ্ম নমুনায় প্রিন্ট করা হয়। ৬২০ পৃষ্ঠার বিশাল পাণ্ডুলিপি ইরানের রাজধানী তেহরানের "খাজাস্তে" ছাপাখানায় প্রিন্ট করা হয়েছে।

jagonews24

পবিত্র কুরআনের প্রদর্শনীর পাশাপাশি ইরানী কালচারাল কাউন্সিল এবং আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফার্সি থেকে থাই ভাষায় অনুদিত সব গ্রন্থেরও প্রদর্শনী করা হয়। যার সংখ্যা প্রায় ৭০টি।

jagonews24

উল্লেখ্য যে, গত ২৯ মার্চ থেকে থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক বইমেলা ২০১৮ শুরু হয়। গত ৮ এপ্রিল পর্যন্ত এ বইমেলা এবং প্রদর্শনী চলে।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।