নামাজের উপকারিতা ও পুরস্কার
আসসালাতু মি`রাজুল মু’মিনিন- নামাজ মুমিনের মি`রাজ বা আল্লাহর সান্নিধ্যের মাধ্যম। মি`রাজের সাধারণ অর্থ বুঝায় আল্লাহর সঙ্গে দিদার বা সাক্ষাত লাভ। মু`মিন বান্দা আল্লাহর সঙ্গে ভাববিনিময় করে এ নামাজের মাধ্যমে। এটা প্রায় সব মুসলমানের জানা কথা। তারপরও মানুষ নামাজ হতে বিমুখ থাকে।
এমনকি নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজ কাজা হয়ে যায় তাতেও মানুষের বিন্দুমাত্র আফসোস নেই! অথচ নামাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন অগণিত কল্যাণ ও উপকারিতা এবং দান করেন অকল্পনীয় পুরস্কার। যা জাগো নিউজের পাঠকদের তুলে ধরা হলো-
নামাজের উপকারিতাসমূহ
> নামাজ মানুষের রুটি-রুজিতে বরকত দান করে
> নামাজ মানুষের স্বাস্থ্যের হিফাজত করে
> নামাজ মানুষের রোগব্যাধি দূর করে
> নামাজ অন্তরকে করে শীতল ও শক্তিশালী
> নামাজ চেহারার উজ্জলতা ও সৌন্দর্য বৃদ্ধি করে
> নামাজ মু`মিনের আনন্দের খোরাক
> নামাজ মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সজীবতা দান করে
> নামাজে অলসতা দূর হয়
> নামাজ মানুষের অন্তরের বন্ধ দরজাগুলো খুলে দেয়
> নামাজ আত্মার খোরাক
> নামাজে দিল বা ক্বলবের মরিচীকা দূর করে আত্মাকে আলোকিত করে
> নামাজ আল্লাহর দেয়া নেয়ামতের রক্ষাকারী
> নামাজ আল্লাহর ভয়াবহ আজাব থেকে হিফাজত করে
> নামাজ শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয়দান করে
> নামাজ আল্লাহর নৈকট্য অর্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে কাজ করে।
সুতরাং যে ব্যক্তি যথাযথ নিয়মে নামাজ আদয় করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জন্য রেখেছেন অসংখ্য নিয়ামত এবং অসংখ্য পুরস্কার। যার কিছুমাত্র ধারণার জন্য পেশ করা হলো।
নামাজ আদায়ের পুরস্কারসমূহ
> কুরআনুল কারিমের ঘোষণা অনুযায়ী নামাজি ব্যক্তিকে জান্নাতে এমন লোকদের সঙ্গে রাখা হবে কেয়ামতের দিন যাদের কোনো ভয়ভীতি এবং কোনো চিন্তা থাকবে না।
> আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের ভালোবাসেন
> নামাজি ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করেন
> ফেরেশতাগণ নামাজি ব্যক্তির হিফাজতের দায়িত্বে থাকেন এবং মাগফিরাত কামনা করেন
> নামাজি ব্যক্তির ঘরে আল্লাহ রহমত ও বরকত নাজিল হতে থাকে
> বিশেষ নূর দ্বারা নামাজির ব্যক্তির চেহারাকে আলোকিত করে দেন
> নামাজি ব্যক্তির মধ্যে আল্লাহর দয়ার প্রকাশ পায় অর্থাৎ নামাজি ব্যক্তির দিল সর্বদা নরম থাকে
> নামাজি ব্যক্তির আখিরাতে সব মাঞ্জিল পার হবে দ্রুততার সঙ্গে এমনকি ফুলসিরাতেও
> নামাজি ব্যক্তিকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নাজাত দেয়া হবে।
ইসলামের অনুসারী সব মুসলমানের ওপর নামাজ হলো ফরজ ইবাদত। আল্লাহ তাআলা এই ফরজ ইবাদত পালনে মুসলিম উম্মাহকে তাওফিক দান করুন। নামাজের অতুলনীয় উপকারিতা ও পুরস্কারে লাভের সৌভাগ্য লাভ করে সত্যিকারের মাওলার দিদারে নিজেকে আত্ম নিয়োগ করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস