রুজিতে বরকত লাভের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ মার্চ ২০১৮

মানুষের মধ্যে অনেকেই বৃদ্ধ বয়সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বার্ধক্যে বা শেষ বয়সে যাতে কারো প্রতি নির্ভরশীল না হতে হয়। দৈনন্দিন জীবনে জীবিকা অন্বেষনে কারো দারস্থ হতে না হয়; সে ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে আল্লাহর দরবারে ধরণা দিতে শিখিয়েছেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধ বয়সে উত্তম রুজি লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বিলেছেন। বৃদ্ধ বয়সে রুটি-রুজিতে বরকত লাভে প্রিয়নবি বলেন-

اَللَّهُمَّ اجْعَلْ اَوْسَعَ رِزْقِكَ عَلَىَّ عِنْدَ كِبَرِ سِنِّىْ وَانْقِضَاءِ عُمْرِىْ
উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআ’ল আওসাআ’ রিযক্বিকা আলাইয়্যা ইংদা কিবারিসিন্নি ওয়াংক্বিদায়ি উমরি।’ (মুসতাদরেকে হাকেম)

অর্থ : হে আল্লাহ! আমার বার্ধক্যের সময় ও আয়ু শেষ হয়ে যাওয়ার সময় আমাকে আপনার রুজি অধিক পরিমাণে দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বৃদ্ধ বয়সে রিজিক বৃদ্ধিতে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।