দৈনন্দিন জীবনে উত্তম কাজ


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২২ জুলাই ২০১৫

মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনের আলোচ্য বিষয়ও মানুষ। তাইতো শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ গ্রন্থ কুরআন অধ্যয়নে জীবন গঠন করবে। এটাই নিয়ম। হাজারো কাজের মাঝে দৈনন্দিন জীবনে শৃঙ্খলিত জীবন যাপন করাই মানুষের জন্য কল্যাণকর। তাই মানুষের দৈনন্দিন জীবনের করণীয় কিছু বিষয় জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. নিয়মিত ফরজ ও নফল নামাজ আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়া
২. বেশি বেশি কুরআন অধ্যয়ন ও আল্লাহর জিকির করা
৩. গরিব-দুঃখীর মাঝে দানের হাত প্রসারিত করা
৪. আল্লাহর নিকট গুনাহের জন্য গভীরভাবে অনুতাপ করা
৫. বেহুদা ও ফাহেশা কথা বলা থেকে বিরত থাকা
৬. মাত্রারিক্ত ঘুমে না যাওয়া এবং ঘুমের ফলে নামাজ ত্যাগ না করা
৭. সুন্নাতি রোজা পালন করা; (বিশেষ করে আই্য়্যামে বিজের রোজা পালন করা। যা প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রাখা হয়)
৮. সুন্নাত তরিকায় খাবার গ্রহণ করা এবং কোনো খাবার জিনিস নষ্ট না করা
৯. মানুষের জীবনের প্রতি কর্মে ধীরস্থিরতা অবলম্বন করা
১০. উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষন্নতা পরিহার করে শান্ত ও স্থিতিশীলতা বজায় রাখা
১১. অযথা অধিক রাত্রি জাগরণ না করে যথা সময়ে পরিমাণ মতো ঘুমিয়ে যাওয়া
১২. খাবার গ্রহণে অনিয়ম না করে পরিমিত খাবার খাওয়া
১৩. জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথ্যা পরিহার করা
১৪. অর্থহীন তর্ক-বির্তক, হট্টগোল পরিহার করা
১৫. জিনা-ব্যভিচার, লজ্জাহীনতা পরিহার করা
১৬. ন্যায়, কর্তব্যপরায়ন ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা
১৭. বিশ্বস্ততা ও আমানতদারিতা রক্ষা করা
১৮. দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
১৯. একে অপরের প্রতি ক্ষমাশীল ও সদয় হওয়া।
২০. পরিবারের প্রতি সদয় হওয়া

উপরোক্ত কার্যাবলী যথাযথ পালন করতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মর্যাদা ও সম্মানের আসনে আসীন করবেন এবং তার সব কর্মের উজ্জ্বল্য আল্লাহ বৃদ্ধি করেবেন। তাই আল্লাহ তাআলা সবাইকে খারাপ কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে ভালো আলমলগুলো যথাযথভাবে পালনে সচেষ্ট হওয়ার তাওফিক দান করুন। আমিন।

জাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন কুরআনের জ্ঞান অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।