দেওবন্দের উস্তাদ ফজলুর রহমান কাসেমীর ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাবেক উস্তাদ মাওলানা ফজলুর রহমান (৮০) গত রোববার মাগরিবের পর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তাঁর মৃত্যুতে দেওবন্দসহ ছাত্র-শিক্ষক ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দারুল উলুম দেওবন্দ থেকে প্রদানকৃত ফতোয়ার লেখনির আঞ্জাম দিতেন তিনি। ১৯৭৫ সাল থেকে দীর্ঘ ৪০ বছর ধরে দেওবন্দের খেদমতে নিয়োজিত ছিলেন তিনি।

গত ২ বছর আগে রাস্তায় পড়ে গেলে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি স্বাভাবিক চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। কোমরে আঘাত পাওয়ার পর তিনি দেওবন্দের খেদমত থেকে নিজ গ্রামে চলে যান। সেখানেই তিনি ইন্তিকাল করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। শতশত মানুষের উপস্থিতিতে তাঁর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।