হজ চুক্তি ২০১৮ সম্পন্ন : হজে যাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

২০১৮ সালের হজ পালনেচ্ছুদের নিবন্ধন শেষ হয়েছে অনেক আগেই। ২০১৯ সালের হজ নিবন্ধনও প্রায় শেষ পর্যায়ে। এ বছর (২০১৮) বাংলাদেশ থেকে হজে যাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি। সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে। গত রোববার (১৪ জানুয়ারি) সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ও বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে এ সম্পর্কিত চুক্তি সাক্ষরিত হয়।

পবিত্র নগরী মক্কার হজ অফিসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন ও বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্ধান্ত মোতাবেক এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮জন হজে যেতে পারবেন।

উল্লেখ্য যে, যারা ২০১৮ সালে হজে গমন করতে চায়। তারা ইচ্ছা করলে সরকারি ব্যবস্থাপনায় এখনো নিবন্ধন করতে পারেন। আগামী ৩১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা হজ সম্পাদনে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সুযোগ থাকবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনে প্রাক-নিবন্ধনের কোটা আগেই পূর্ণ হয়ে গেছে। তবে

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।